আচমকাই ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৪ শিশু। সোমবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভোপালের(Bhopal) কমলা নেহেরু হাসপাতালে। সরকারি হাসপাতালের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডের আইসিইউ বিভাগে আগুন লাগে।। শিশু বিভাগে তখন অন্তত ৫০ জন শিশু ভর্তি ছিল। আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে পড়েন তাদের পরিবার পরিজন। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২৫টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৪ শিশুর মৃত্যু হয়।ঘটনায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তদন্তের নির্দেশ দিয়েছেন।


আরও পড়ুন:বাইকের ইঞ্জিন দিয়ে তৈরি আস্ত গাড়ি! সুজয়ের ‘স্নেক কার’ দেখতে ভিড় উপচে পড়ছে
হাসপাতালে আগুন লাগার ঘটনার খবর টুইট করে জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শিশু মৃত্যুর খবর জানিয়ে শোকপ্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী লেখেন, ‘হাসপাতালের শিশুবিভাগে আগুন লাগার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে দ্রুত উদ্ধার কাজ শুরু করা গিয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণেও এসেছে। কিন্তু তিনটি শিশু যারা আগেই গুরুতর অসুস্থ ছিল, তাদের আর বাঁচানো যায়নি।’
অন্যদিকে আগুন লাগার খবর পেয়েই হাসপাতালে পৌঁছন মধ্যপ্রদেশের স্বাস্থ্য শিক্ষামন্ত্রী বিশ্বাস সারং। তিনি জানান, “স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে (SNCU) আচমকাই আগুন লাগার ঘটনা ঘটে। চার শিশুর মৃত্যু হয়। শর্টসার্কিটের জেরে এই আগুন লাগার ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ঘটনার খবর পেয়েই আমি দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছই। গোটা ওয়ার্ডটাই অন্ধকার হয়ে গিয়েছিল। পাশের ওয়ার্ডে আমরা শিশুদের স্থানান্তরিত করি।”











































































































































