আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন‍্য দল ঘোষণা বিসিসিআইয়ের, দলের অধিনায়ক রোহিত শর্মা

0
2

আসন্ন নিউজিল্যান্ড (New Zealand )সিরিজের জন‍্য দল ঘোষণা করল বিসিসিআই (Bcci)। দলের অধিনায়ক হিসাবে রোহিত শর্মার(Rohit Sharma) নাম ঘোষণা করল ভারতীয় বোর্ড।

জল্পনার অবসান। বিরাট কোহলির (Virat Kohli) পর টি-২০ ফর্মাটের ভারতের অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মাই। আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য মঙ্গলবারই দল ঘোষণা করেছে বিসিসিআই। তাতেই অধিনায়ক হিসাবে রোহিত শর্মার নাম ঘোষণা করা হয়েছে। এদিকে প্রত্যাশিতভাবেই সহ-অধিনায়ক হয়েছেন লোকেশ রাহুল। ১৬ সদস্যের টি-২০ দলে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামিদের। দলে নেই রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়াও। দলে সুযোগ পেলেন ভেঙ্কটেশ আইয়ার, আবেশ খান, হর্ষল প্যাটেলরা।

একনজরে দেখে নেওয়া যাক ১৬ সদস্যের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ঈশান কিষাণ, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চ‍্যাহাল, আর অশ্বিন, অক্ষর প্যাটেল, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ।

আগামী ১৭ নভেম্বর জয়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচ খেলতে নামছে রোহিত শর্মার দল। দ্বিতীয় ম‍্যাচটি হবে ১৯ তারিখ রাঁচিতে। ২১ তারিখ হবে কলকাতায় তৃতীয় ম‍্যাচ।

আরও পড়ুন:আরসিবির নতুন কোচ সঞ্জয় বাঙ্গার, টুইট করে জানাল ব‍্যাঙ্গালোর