সৈয়দ মুস্তাক আলিতে রেকর্ড গড়লেন বিদর্ভের অক্ষয় কারনেওয়ার, চার ওভার বল করে দিলেন শূন্য রান

0
4

সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে ( Syed Mustaq Ali Trophy )রেকর্ড গড়লেন বিদর্ভের স্পিনার অক্ষয় কারনেওয়ার( Akshay Karnewar)। ছেলেদের টি-২০ ক্রিকেটে প্রথম বোলার হিসাবে এক ম্যাচে চার ওভার বল করে শূন্য রান দিলেন তিনি। মুস্তাক আলির ম‍্যাচে মণিপুরের বিরুদ্ধে চারটিই মেডেন ওভার করেন অক্ষয়।

অক্ষয় এই নজির ঘরোয়া, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো বটেই, আন্তর্জাতিক টি-২০-তেও এই রেকর্ড এর আগে হয়নি। মণিপুরের বিরুদ্ধে চার ওভার মেডেন দেওয়ার সঙ্গে সঙ্গে দু’উইকেটও নিয়েছেন অক্ষয়। এছাড়াও অক্ষয়ের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হল, তিনি দু’হাতেই বল করতে পারেন। মণিপুরের বিরুদ্ধেও দু’হাতে বল করেন তিনি।

এদিন সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট গ্রুপের ম্যাচে প্রথমে ব্যাট করে বিদর্ভ ২০ ওভারে তোলে ২২২ রান। জবাবে ব‍্যাট করতে নেমে মণিপুর মাত্র ৫৫ রানে গুটিয়ে যায়। আর এর জেরে এলিট গ্রুপে শীর্ষস্থানে রয়েছে বিদর্ভ।

আরও পড়ুন:আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন‍্য দল ঘোষণা বিসিসিআইয়ের, দলের অধিনায়ক রোহিত শর্মা