জন্মদিন শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে। সেইসঙ্গে মিলেছে আশীর্ব্বাদ ও উপহার। কিন্তু এরইমধ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে নজির গড়ল কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করে কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজোর আয়োজন করে তারা।
আরও পড়ুন:“মমতা বড় মনের মানুষ”, হাসপাতাল থেকে ফিরে দলনেত্রীর প্রশংসায় “চাষার বেটা” রেজ্জাক মোল্লা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সঙ্গে নিয়ে পুজো দেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মী-সমর্থকরা। তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী-সহ যুব তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা এদিনের পুজোতে উপস্থিত ছিলেন। পুজো শেষে তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি বলেন, ‘‘রাজ্যের প্রতিটি মানুষের উন্নয়নের লক্ষ্যে নানাভাবে কাজ করে চলছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গল কামনায় তাঁর ছবি নিয়ে মদনমোহন মন্দিরে পুজো দিলাম আমরা। এদিন তাঁর জন্মদিন উপলক্ষে দুঃস্থ মানুষের খাবারের ব্যবস্থা-সহ একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।’’

