কুন্তিঘাটে BSF জওয়ানের বাড়িতে ডাকাতি, জালে 4 দুষ্কৃতী

0
1

হুগলির (Hoogli) কুন্তিঘাটে BSF জওয়ানের বাড়িতে ডাকাতি। এখনও পর্যন্ত পুলিশের জালে চার ডাকাত। সোমবার, ভোররাত তিনটে-সাড়ে তিনটে নাগাদ কুন্তিঘাটের বেণীপুরে সাত-আটজনের সসস্ত্র ডাকাত স্থানীয় সিং বাড়িতে আসে। বাধা দিতে গেলে শিশু থেকে মহিলা সবাইকে মারধর করে বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন সাতজন।

নগদ টাকা-গয়নাসহ প্রায় পনেরো লক্ষ জিনিস নিয়ে চম্পট দেয় ডাকাত দল। পুলিশের তৎপরতায় ধরা পরে তিনজন ডাকাত। ঘটনাস্থলে যায় মগরা থানার পুলিশ (Police)। বাড়ির পাশের জমিতে তল্লাশি চালিয়ে ধরা পরে আরো একজন ডাকাত। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।