শেওড়াফুলি ছাতুগঞ্জ এলাকার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার, রাত নটা নাগাদ আগুন (Fire) লাগে ওই বস্তার গুদামে। দাহ্য বস্তু থাকায় পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভস্মীভূত হয়ে যায় পাশে থাকা দুটি ছোট কারখানা এছাড়াও বেশ কটি দোকানও ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়।
শ্রীরামপুর (Shreerampur) থেকে দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে এলাকা খুবই ঘিঞ্জি হওয়ায় দমকল কর্মীদের সমস্যা হচ্ছে। তবে সামনে গঙ্গা থাকায় জল পেতে কোন অসুবিধা হচ্ছে না। ঘটনাস্থলে পৌঁছেছে শ্রীরামপুর থানার পুলিশ। কী থেকে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন- একডালিয়া এভারগ্রিনের নাম হচ্ছে “সুব্রত ভবন”, বসছে প্রাণ পুরুষের পূর্ণাবয়ব মূর্তি