পেট্রোল-ডিজেলের উপর ভ্যাট কমানোর দাবিতে মিছিলের আয়োজন করেছিল রাজ্য।বিজেপি। আর সেই মিছিলকে কেন্দ্র করে ৬, মুরলীধর সেন লেনে ছড়াল ব্যাপক উত্তেজনা।
করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রচুর জমায়েত করে মিছিল করতে গেলে তা শুরুতেই আটকে দেয় পুলিশ। এই মিছিলের কোনও অনুমতিও ছিল না। ফলে “অবৈধ” জমায়েত ও মিছিল রুখতে মিছিল রাজ্য বিজেপির সদর দফতরের সামনে একের পর এক ব্যারিকেড করে পুলিশ। সবদিক থেকে আটকে দেওয়া হয় রাস্তা।
অন্যদিকে, বিজেপি নেতারা জোর করে মিছিল করতে গেলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা। সপ্তাহের প্রথম কাজের দিনে অবরুদ্ধ হয়ে পড়ে সেন্ট্রাল এভিনিউয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা। পথচলতি মানুষের নাজেহাল অবস্থা হয়।
এদিন বিজেপির এই কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, জয়প্রকাশ মজুমদার, অগ্নিমিত্রা পল, সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, জগন্নাথ সরকার-সহ শীর্ষ নেতৃত্বের অনেকেই। তবে শেষপর্যন্ত মিছিল বের করতে দেয়নি পুলিশ। বিজেপি নেতারা রাজ্য দফতরের সামনে দাঁড়িয়েই বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করেন।