দেশে অপুষ্টির শিকার ৩৩ লাখের বেশি শিশু

0
3

ভারতে(India) অপুষ্টিতে ভুগতে থাকা শিশুর সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্র , বিহার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে(Gujarat)। সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক, আরটিআই-এর(RTI) অধীনে একটি প্রশ্নের জবাবে বলেছে যে দেশে ৩৩ লাখেরও বেশি শিশু অপুষ্টিতে ভুগছে এবং তাদের অর্ধেকেরও বেশি গুরুতর অপুষ্টির শিকার। মহারাষ্ট্র, বিহার এবং গুজরাট অপুষ্টিতে আক্রান্ত শিশুদের নিয়ে শীর্ষে রয়েছে।

মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক, কোভিড মহামারীর কারণে স্বাস্থ্য ও পুষ্টির সংকট দরিদ্রতমদের মধ্যে আরও বৃদ্ধি হওয়ার আশঙ্কা করছে। মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ১৪ অক্টোবর, ২০২১ পর্যন্ত, দেশে আনুমানিক ১৭,৭৬,৯০২ শিশু মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছে এবং ১৫,৪৬,৪২০ শিশু অপুষ্টির শিকার।

একটি আরটিআই আবেদনের জবাবে মন্ত্রক বলেছে, ৩৪ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ডেটা থেকে মোট ৩৩,২৩,৩২২ শিশু পাওয়া গেছে। এই তথ্যগুলি পুষ্টির ফলাফল নিরীক্ষণের জন্য গত বছর তৈরি পোশন অ্যাপে নিবন্ধিত হয়েছিল। অঙ্গনওয়াড়ি ব্যবস্থায় ৮.১৯ কোটি শিশুর মধ্যে, ৩৩ লাখ অপুষ্টিতে ভুগছে, যা মোট শিশুদের ৪.০৪ শতাংশ। সামগ্রিকভাবে সংখ্যাটা কম হলেও যেটা উদ্বেগের কারণ, তা হলো নভেম্বর ২০২০ থেকে ১৪ অক্টোবর, ২০২১ এর মধ্যে, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সংখ্যা ৯১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন:৩৩ সদস্যের দল ঘোষণা করল এসসি ইস্টবেঙ্গল

তথ্য সংগ্রহের বিভিন্ন পদ্ধতির উপর ভিত্তি করে এই বিষয়ে দুই ধরনের পরিসংখ্যান রয়েছে । গত বছর, ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা গুরুতরভাবে অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সংখ্যা (ছয় মাস থেকে ছয় বছর পর্যন্ত) গণনা করা হয়েছিল এবং কেন্দ্রকে রিপোর্ট করা হয়েছিল। সর্বশেষ ডেটা নিউট্রিশন ট্র্যাকার অ্যাপ থেকে নেওয়া হয়েছে, যেখানে ডেটা সরাসরি অঙ্গনওয়াড়ি কর্মীদের দ্বারা আপলোড করা হয় এবং সরকার দ্বারা গৃহীত হয়।