মুম্বই হামলার (Mumbai Attack) মূল চক্রী হাফিজ সইদ (Hafiz Saeed) ঘনিষ্ঠ ৬ জঙ্গিকে বেকসুর খালাস করলো পাকিস্তানের (Pakistan) লাহোর হাইকোর্ট (Lahore High Court)। আগেই এই জঙ্গিরা ট্রায়াল কোর্টে দোষী সাব্যস্ত হয়েছিল। তাদেরই বেকসুর খালাস করে দিল আদালত।
ছয় অভিযুক্তই মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের নিষিদ্ধ সংগঠন জামাত-উদ-দাওয়ার শীর্ষ নেতা। ওই জঙ্গিদের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ ছিল। সেই মামলার প্রেক্ষিতেই ট্রায়াল কোর্টে (Trial Court) দোষী সাব্যস্ত হয় সইদ ঘনিষ্ঠ ছয় জঙ্গি। এবার তাদের লাহোর হাইকোর্ট বেকসুর খালাস দিল। ২০০৮ সালের মুম্বই হামলার জন্য দায়ী সন্ত্রাসী সংগঠন হল লস্কর। আর তার মূল চক্রী ছিল হাফিজ সইদ। এই হামলায় প্রাণ হারিয়েছিলেন ছয় আমেরিকান সহ মোট ১৬৬ জন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী হলে প্রথম যে কাজটি করবেন, আগাম জানিয়ে দিলেন রাহুল
ট্রায়াল কোর্ট এই জঙ্গিদের সন্ত্রাসে অর্থায়নের ক্ষেত্রে দোষী সাব্যস্ত করেছিল। জানা যায়, এই নেতারা তহবিল সংগ্রহ করে অবৈধভাবে তা লস্কর-ই-তৈবার হাতে তুলে দিয়েছিল। তবে শনিবার লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি মুহম্মদ আমির ভাট্টি ও বিচারপতি তারিক সেলিম শেখের ডিভিশন বেঞ্চ ট্রায়াল কোর্টের রায়কে বদলে এই জঙ্গি নেতাদের বেকসুর খালাস করে দেয়।














































































































































