হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের বরিষ্ঠ নেতা সুব্রত মুখোপাধ্যায়(Subrata Mukherjee)। তাঁর মৃত্যুতে আগরতলায় এদিন স্মরণ সভা আয়োজন করল ত্রিপুরা তৃণমূল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার(Tripura) তৃণমূল নেতা সুবল ভৌমিক(Subal Bhumik) সহ অন্যান্য নেতৃত্বরা। এই স্মরণসভায় সুব্রত মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল ও মাল্যদান করেন তৃণমূলের সকল নেতা-নেত্রী ও কর্মীবর্গ।

এদিনের স্মরণসভায় সুব্রত মুখোপাধ্যায় স্মরণে সুবল ভৌমিক বলেন, “জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব তথা পশ্চিমবঙ্গের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতে এক পরিচিত নাম। তাঁর আকস্মিক মৃত্যু শুধু বাংলা নয়, গোটা দেশের কাছে এক অপূরণীয় ক্ষতি। ওনার আত্মার শান্তি কামনা করি আমরা। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন। এই ত্রিপুরা রাজ্যে উনি একাধিকবার এসেছেন। আমাদের বহু নেতৃত্তের সঙ্গে ওনার যোগাযোগ ছিল। একাধিকবার ত্রিপুরায় এসে মিটিং মিছিল করেছেন। পশ্চিমবঙ্গের ছাত্র রাজনীতির পথপ্রদর্শক ছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি ও সুব্রত মুখোপাধ্যায়। প্রিয়দা আগেই চলে গিয়েছিলেন এবার সুব্রতদাও চলে গেলেন। উনি যেখানেই থাকুন ভালো থাকুন।”













































































































































