প্রয়াত পঞ্চায়েত মন্ত্রীর সম্পর্কে রূপার কুৎসিত মন্তব্যকে সমর্থন তথাগতর!

0
1

রাজনৈতিক সৌজন্য বজায় রেখে শুক্রবার রবীন্দ্র সদনে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে (Subrata Mukherjee) শ্রদ্ধা জানান রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বও। কিন্তু বিজেপির রূপা গাঙ্গুলি (Rupa Ganguly) সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কুৎসিত মন্তব্য করেন। এবার এক ধাপ এগিয়ে তথাগত রায় রূপা গাঙ্গুলির মন্তব্যকে সমর্থন করেন।

আরও পড়ুন: নিম্নমুখী হলেও দীপাবলিতে দূষণমুক্ত নয় শহর কলকাতা, রেকর্ড দূষণ বি টি রোডে

সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “কেঁদে কেঁদে বলতে হবে, আহা বড়় ভাল লোক ছিল গো।  তাতে আমি বিশ্বাস করি না। রূপা গাঙ্গুলি এই প্রসঙ্গে কিছু নির্মম সত্য বলেছেন যার নিন্দাও আমি করতে পারছি না। এমনিতেই খবরে ভেসে থাকার জন্য রোজ এমন সব ট্যুইট করছেন যা পরে তাকে নিজেকেই গিলতে হচ্ছে।”