মর্মান্তিক। বাঘাযতীনের পর এবার চিংড়িহাটা। খাস ভাইফোঁটার দিন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ছয় পথচারীকে পিষে দিল একটি বেপরোয়া গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয়।
স্থানীয় সূত্রে খবর, সায়েন্সসিটি থেকে সল্টলেকগামী বেপরোয়া গাড়িটি চিংড়িঘাটায় একটি সাইকেলে ধাক্কা মারে। পরে আরও কয়েজনকে ধাক্কা মারে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসেন দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। সঙ্গে সঙ্গে আহতদের নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যান পুলিশ কর্মীরা। আহতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন বলে খবর। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ঘাতক গাড়িটিকে আটক করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গাড়িতে শুধু চালক নন, ছিলেন তাঁর পরিবারও। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। চালককে আটক করে জিজ্ঞাসবাদ চলছে।
আরও পড়ুন- ত্রিপুরায় ভাইফোঁটা উৎসব থেকে শান্তি-সম্প্রীতি-সৌভ্রাতৃত্বের অঙ্গীকার তৃণমূলের