শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2021) হতে চলেছে আগামী ১৯ নভেম্বর। শতভাগ ঢাকা না পড়ায় এটাকে আংশিক চন্দ্রগ্রহণ বলা হচ্ছে। সে সময় লালচে রং ধারণ করবে চাঁদ। আংশিক এই চন্দ্রগ্রহণ সবথেকে ভাল দেখা যাবে উত্তর আমেরিকা থেকে। জানা গেছে, উত্তর আমেরিকায় ৩ ঘণ্টা ২৮ মিনিট আংশিক দৃশ্যমান থাকবে। এই সময় চাঁদের ৯৭ অংশের রং হবে লাল।

১৮ এবং ১৯ নভেম্বর দু’দিন পৃথিবীর বিভিন্ন টাইম জোনে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। আমেরিকার পূর্ব উপকূলে সবথেকে ভাল দেখা যাবে রাত ২টো থেকে ভোর ৪টে পর্যন্ত। উত্তর আমেরিকা ছাড়াও দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং অস্ট্রেলিয়াতেও দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য।

ভারত থেকেও দেখা যাবে তবে খুব সামান্য অংশ থেকে এবং খুবই কম সময়ের জন্য। উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এবং অসমের পূর্বাংশ থেকে চাঁদ ওঠার সময়েই অল্প কিছুক্ষণের জন্য দেখা যাবে।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নির্দেশে সুব্রত-জায়ার পাশে পার্থ ও ফিরহাদ


 
 
 
 
 
 
 
 
 
 
 
 



























































































































