সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মহারাষ্ট্রের(Maharashtra) আহমেদনগরের(AhmedNagar) এক সরকারি হাসপাতালে। হাসপাতালের আইসিইউতে(ICU) অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে ১০জনের। পাশাপাশি এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একাধিক মানুষ। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে দ্রুত অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। খবরকে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বিশাল বাহিনী। মৃতদের প্রত্যেকেই করোনা রোগী বলে জানা গিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, যে ওয়ার্ডে আগুন লাগে সেটি কোভিড ওয়ার্ডের আইসিইউ। এদিন সকালে ১০.৩০ নাগাদ হঠাৎই আইসিইউ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ওয়ার্ডের মধ্যে। অগ্নিকাণ্ডের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ করোনা রোগীর। বাকিদের উদ্ধার করে দ্রুত অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সাড়ে ১১টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত ব্যক্তিদের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।