বাংলায় ভরাডুবির পর বিজেপির অন্দরে কোন্দল প্রকাশ্যে। তথাগত রায় দলের রাজ্য নেতৃত্বকে বারবার আক্রমণ আর কটাক্ষ করে দলকে বিপদে ফেলেছেন। আদি-নব্য লড়াই কী ভীষন পর্যায়ে পৌঁছেছে, তা বোঝা গিয়েছে আক্রমণের ধারালো কথাবার্তায়।। উপনির্বাচনে দ্বিতীয় দফায় দলের বিচ্ছিরি হারের পর তাক করেছিলেন দলের রাজ্য নেতৃত্বকে। বলেছিলেন, দলবদলুদের বিজেপি কোলে বসিয়েছে। আর ওদের জন্যই দলের এই ন্যক্কারজনক হার। দলের রাজ্য নেতৃত্বকে জোকার বলতেও ছাড়েননি। কৈলাশ-শিবপ্রকাশ ছাড়াও তথাগতর আসল লক্ষ্য অবশ্যই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সুবত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর ইংরেজিতে ট্যুইট করেন দিলীপ। সেই ইংরেজি নিয়েও প্রকাশ্যে ট্যুইটে কটাক্ষ করতে ছাড়েননি তথাগত। কার্যত দিলীপকে ‘অশিক্ষিত’ও বলছেন।
পালটা দিলীপ শনিবার বলেন, দলে এমন অনেকে আছেন, যারা নিজেদের যোগ্যতার চাইতে বেশি পেয়েছেন। তারাই সবচেয়ে বেশি সমালোচনা করছেন। এদের বিজেপিতে কোনও অবদান নেই। এদের যদি বিজেপিতে থাকতে অসুবিধে হয়, লজ্জা লাগে, তাহলে রয়েছেন কেন? ছেড়ে দিলেই হয়। তাহলে দলও হাঁফ ছেড়ে বাঁচে। এরা চলে গেলে দলের একচুলও সমস্যা হবে না।
আরও পড়ুন:ভাই মন্ত্রী, বেচারামের বাড়িতে সাতবোনের জমজমাট ভাইফোঁটা
দিলীপ সকালে একথা বলতেই প্রত্যুত্তর দিয়েছেন তথাগত। বলেন, আমার কথা বোঝার মতো ক্ষমতা ওর নেই। অর্ধশিক্ষিত হলে যা হয়! তবে ওর কথার জবাব দেওয়ার রুচিও আমার নেই। দিলীপ অবশ্য তোপ দেগেই রওনা হয়ে হয়ে যান দিল্লিতে। কাল, রবিবার কর্মসমিতির বৈঠক। দলের রাজ্য কমিটিতে বেশ কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল।