ছক ভেঙে আসানসোল আদিবাসী ভাইদের ফোঁটা দিলেন অগ্নিমিত্রা

0
1

অন্যরকম ভাইফোঁটা পালন করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। একেবারেই ছক ভেঙে যে আদিবাসী সমাজে ভাইফোঁটা বলে কোনও উৎসব নেই, নিজের নির্বাচনী এলাকায় সেই আদিবাসী পাড়ায় গিয়ে ফোঁটা দিলেন তিনি। মাদলের তালে তালে কোমরও দোলালেন বিজেপি বিধায়ক।

শনিবার সকালেই নিজের নির্বাচনী কেন্দ্র পশ্চিম বর্ধমানের হীরাপুরের বড়ডাঙা গ্রামে গিয়ে হাজির হন দক্ষিণ আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা। সেখানে গিয়ে ভাইদের ফোঁটা দেওয়ার পাশাপাশি আদিবাসী মহিলাদের মিষ্টি, শাড়ি, চাদর উপহার দেন। আদিবাসী সমাজে ভাইফোঁটার প্রচলন নেই। স্বাভাবিক ভাবেই, এই উৎসবের সঙ্গে পরিচিত ছিলেন না তাঁরা। শনিবার প্রথম ভাইফোঁটার সঙ্গে পরিচিত হলেন তারা। এরপর সবাইকে সঙ্গে নিয়ে নাচের তালে পা মেলালেন বিজেপি বিধায়ক।