ভাইফোঁটার সকালে দুর্ঘটনা (Accident) শনিবার সকালে বাযাযতীন উড়ালপুল (Over Bridge) থেকে নামার সময়, বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় স্কুটার আরোহীর। সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

অভিযোগ দ্রুতগতিতে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলো দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটার আরোহীর। বাসের চালক, খালাসি পলাতক।
আরও পড়ুন:কালীর বুকে পা তুলে দিয়ে পুজো করেন কালীশঙ্কর













































































































































