সুব্রত মুখোপাধ‍্যায়কে শ্রদ্ধা মোহনবাগানের, অর্ধনমিত থাকবে ক্লাবের পতাকা

0
1

মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের( subrata mukherjee) মৃত্যুতে শোকস্তব্ধ কলকাতা ময়দান। গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন বর্ষীয়ান তৃণমূল নেতা। সুব্রতর প্রয়াণে শোক প্রকাশ মোহনবাগানের। শুক্রবার মোহনবাগানের পক্ষ থেকে শ্রদ্ধা জানান হবে মন্ত্রী সুব্রত মুখোপাধ‍্যায়কে।

রাজনীতির পাশাপাশি খেলাধুলার সঙ্গে জড়িয়ে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। মোহনবাগান ক্লাবের সঙ্গে জড়িয়ে ছিলেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। ছিলেন আদ্যপান্ত মোহনবাগান সমর্থকও। তাঁর প্রয়াণে শোক প্রকাশ সবুজ-মেরুনর। এদিন মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে রবীন্দ্র সদনে শ্রদ্ধা জানানো হবে সুব্রত মুখোপাধ‍্যায়কে। থাকবে ক্লাবের পতাকা অর্ধনমিত।

এদিন এটিকে মোহনবাগান ক্লাবের সচিব সৃঞ্জয় বোস বলেন,” আমার কাছে এটা ব্যক্তিগত ক্ষতি। যে কোনও দরকারে পাশে পেতাম ওনাকে। পরামর্শ করতে পারতাম। আমাকে জন্মাতে দেখেছেন উনি। মাঠে একসঙ্গে বসে খেলা দেখেছি। ওঁনার সঙ্গে জয়ের আনন্দ, হারের দুঃখ ভাগ করে নিতাম। সুব্রত মুখোপাধ‍্যায়কে রবীন্দ্র সদনে মোহনবাগানের তরফে শ্রদ্ধা জানানো হবে। ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হবে। ”

এরপাশাপাশি বাগানের সৃঞ্জয় আরও বলেন,” অবিভাবক হারালাম। একজন আদ্যপান্ত মোহনবাগানী ছিলেন উনি। কিছু মানুষের ক্লাবে থাকার জন্য কোনও পদ দরকার হয় না, উনি তেমনই একজন মানুষ।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস