সৈয়দ মুস্তাক আলি ( Sayad Mushtaq ali ) ট্রফিতে দ্বিতীয় ম্যাচেও জয় বাংলার (Bengal)। এদিন গ্রুপ পর্বে দারুণ শুরু করল সুদীপ চট্টোপাধ্যায়ের দল। ছত্তিশগড়কে হারানোর পর এদিন বরোদাকে হারিয়ে দুইয়ে দুই করল তারা। টানটান উত্তেজনার এই ম্যাচে শেষ অবধি ২ রানে জিতল বাংলা।

ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৪৬ রান করে বাংলা। শুরুটা ভালো করলেও, মিডল অর্ডারের ব্যর্থতায় সমস্যায় পড়েছিল তারা। ওপেনার অভিষেক দাস করেন ৩৫ রান। সুদীপ চট্টোপাধ্যায় করেন ১৩ রান। ঋদ্ধিমান সাহা করেন ৭ রান। শাহবাজ আহমেদের করেন ৩৪ রান। ঋত্বিক রায় চৌধুরির করেন ২১ রান। বরোদার হয়ে তিন উইকেট নেন অতিত শেঠ। দুটি উউকেট নেন কার্তিক। একটি উইকেট নেন নিনাদ রাথভা।

জবাবে ব্যাট করতে নেমে ১৪৪ রানে গুটিয়ে যায় বরোদা। বরোদার হয়ে লড়াই চালান অধিনায়ক ক্রনাল পান্ডিয়া। ৫৭ রানে অপরাজিত ক্রনাল। ১৮ রান কেদার দেবধরের। ২১ রান ধ্রুব প্যাটেলের। দুই উইকেট নেন শাহবাজ আহমেদ। একটি করে উইকেট নেন ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, আকাশ দীপ এবং করণ লালের।
আরও পড়ুন:বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হল আকাশ কুমারকে












































































































































