অস্বস্তি বাড়ছিল। তারপরেই কঠিন সিদ্ধান্তের পথে হাঁটল এনসিবি। এবার আরিয়ান খান মাদক মামলার সমস্ত রকম তদন্ত থেকে সরানো হলো এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েকে। মুম্বই মাদক মামলার তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ওঠা একের পর এক গুরুতর অভিযোগের ফলে ক্রমশ অস্বস্তিতে পড়ছিল এনসিবি। পরিবর্তে বিশেষ তদন্তকারী টিম বা সিট গঠন করা হয়েছে। এখন থেকে সিট ওই মামলার তদন্ত করবে।
গত কয়েকদিনে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে সামনে এসেছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। কখনও ঘুষ, কখনও জাল সার্টিফিকেট দিয়ে চাকরির অভিযোগ। মুম্বই মাদক মামলার এক সাক্ষী সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করতেই সে বিষয়ে তদন্তে নামে NCB। মাদক সংক্রান্ত মোট ৬টি মামলার তদন্ত করছিলেন সমীর ওয়াংখেড়ে। যার মধ্যে রয়েছে আরিয়ান খান এবং মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের জামাইয়ের মাদক মামলা। এই মামলাগুলি এখন তুলে দেওয়া হবে সিটের হাতে।