বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হল আকাশ কুমারকে

0
3

স্বপ্নপূরণ থেকে অল্পের জন্য দূরে থেকে গেলেন তরুণ বক্সার আকাশ কুমার ( Akash kumar)। বৃহস্পতিবার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে (World boxing championship) সেমিফাইনালে কাজাখস্তানের কিশোর বক্সার মাখমুদ সাবিরখানের কাছে হেরে যান ভারতীয় বক্সার।

বৃহস্পতিবার ২১ বছরের আকাশ ০-৫ ফলে পরাস্ত হন মাখমুদের কাছে। ম‍্যাচে এদিন শুরুটা ভালোই করেন আকাশ। কিন্তু ধীরে ধীরে সাবিরখান খেলাটি ধরে নেয়। কয়েক সেকেন্ডের মধ্যে কাজাখ বক্সার খেলাটি ঘুরিয়ে দেন। রাইট ক্রসের মাধ্যমে আকাশকে পরাস্ত করে পয়েন্ট তুলে নেন মাখমুদ। প্রচন্ড আক্রমণাত্মক না হলেও নিজের মুভগুলিতে একেবারে যথার্থ ভূমিকা নিয়েছিলেন মাখমুদ। আকাশ বেশ কিছুটা আক্রমণের চেষ্টা চালালেও শেষ অবধি লড়ে গিয়ে জেতেন মাখমুদ।

এদিকে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে ওঠায় ব্রোঞ্জ পদক জিতেছে আকাশ। এর ফলে সপ্তম পুরুষ ভারতীয় বক্সার হিসাবে পদক জিতলেন আকাশ।

আরও পড়ুন:আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম‍্যাচ স্থগিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া