আজ কালীপুজো (Shyamapuja) । ভয়কে জয় করার আরাধনা । অন্ধকার থেকে আলোয় ফেরার আরাধনা । অজ্ঞান থেকে জ্ঞানের সাধনার আরাধনা । বাঙালির শ্যামা পূজার পাশাপাশি এদিন থেকেই দীপাবলিও (Festival of Lights) পালিত হবে । আর এদিন শুধু বঙ্গবাসীই নয় গোটা দেশবাসীর কাছেই আলোর উৎসব। ১৪ প্রদীপ জ্বালিয়ে, রঙিন আলো লাগিয়ে নিজের মনকে আলোকিত করার আরাধনায় ব্রতী হয়ে ওঠেন সকলেই।
কালীপুজোর দু-একদিন আগে থেকেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীরা প্রতিমা দেখতে ভিড় জমিয়েছেন। তবে প্রতিমা দর্শনের ক্ষেত্রে এবার আদালত (Kolkata High Court) কিছু নিয়মবিধি বেঁধে দিয়েছে । করোনার সংক্রমণকে প্রতিহত করতেই এই নিয়ম। আদালত জানিয়েছে মুখে মাস্ক থাকলেও মণ্ডপে একসঙ্গে অনেকের প্রবেশ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভ্যাকসিনের (Double Dose Covid Vaccine) ডবল ডোজ নেওয়া থাকলেও তা বহুজনকে একসঙ্গে ছাড়পত্র দেওয়ার জন্য যথেষ্ট নয় । এমনটাই মত আদালতের। অর্থাৎ দর্শনার্থীদের ভিড়ে নিষেধাজ্ঞা জারি করা হল আদালতের তরফে।
পাশাপাশি বাজি পোড়ানোর ক্ষেত্রেও আদালত কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, কালী পুজো বা দীপাবলিতে কেবলমাত্র পরিবেশ বান্ধব বাজি অর্থাৎ গ্রীন ক্র্যাকার্স (Green Crackers) ফাটানো যাবে। সারা দিনের যেকোনো সময়ে নয় , কেবল মাত্র ২ জন্য বাজি ফাটানো যাবে । বাজি ফাটানোর সময়ও বেঁধে দেওয়া হয়েছে। শুধুমাত্র রাত ৮ টা থেকে ১০ টা বাজি পোড়ানো যাবে।