ফের হার বিজেপির, মহারাষ্ট্রের বাইরে লোকসভা উপনির্বাচনে জয়ী শিবসেনা

0
2

দেশজুড়ে যেখানে যত উপনির্বাচন হচ্ছে- লোকসভা, বিধানসভা তার অধিকাংশেই ভরাডুবি বিজেপির (Bjp)। বাংলার পাঁচটি কেন্দ্রে উপনির্বাচনে গোহারান হারার পরে, দাদরা ও নগর হাভেলি (Dadra and Nagar Haveli) লোকসভা উপনির্বাচন মুখ তুবড়ে পড়ল বিজেপি। কাজে এলো না মোদি ম্যাজিক। সেখানে উপনির্বাচনে জিতেছে শিবসেনা। আর তারপরেই বিজেপির লোকসভা নির্বাচনের মুখ নরেন্দ্র মোদিকে তুলোধোনা করেছে শিবসেনার (Sivsena) মুখপত্র ‘সামানা’ (Samana)।

সামানা-র সম্পাদকীয়তে লেখা হয়েছে, দাদরা ও নগর হাভেলিতে শিবসেনার এই জয় ঐতিহাসিক। দীপাবলির আবহে পদ্ম শিবিরকে অন্ধকারে ঠেলে দিয়েছে দেশজুড়ে হওয়া উপনির্বাচনের ফলাফল। বিধানসভা উপনির্বাচনে তো হেরেছেই, লোকসভা উপনির্বাচনেও এবার হার হল তাদের। আর এই প্রথম মহারাষ্ট্রের বাইরে লোকসভা আসনে জয় পেল শিবসেনা। বিজেপির দম্ভ ছিল নরেন্দ্র মোদির মুখ ছাড়া লোকসভা আসনে জেতা যায় না। সেই অহংকার গুঁড়িয়ে দিয়ে জয় পেয়েছে বাল ঠাকরের দল। সামানা-এ লেখা হয়েছে, উপনির্বাচনের যে ছবি ধরা পড়েছে, বিজেপির জন্য তা মোটেই ভালো ইঙ্গিত নয়। এর থেকে স্পষ্ট, বিজেপির অপশাসন থেকে মানুষ পরিত্রাণ চাইছে। তাই যেখানেই বিজেপি-বিরোধী শক্তিশালী সেখানেই, তাদের পক্ষে রায় দিচ্ছেন ভোটাররা। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই বার্তা গেরুয়া শিবিরের অন্দরে পৌঁছচ্ছে তো!

আরও পড়ুন- আলোজ্জ্বল তারাপীঠ মন্দির, সারারাত খোলা মন্দিরের দরজা