জঙ্গি-সন্ত্রাসে উত্তপ্ত উপত্যকায় আজ জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করবেন প্রধানমন্ত্রী

0
1

জঙ্গি হামলা চলছেই উপত্যকায়। একের পর এক জঙ্গি হানায় কাশ্মীর পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত । রোজই জঙ্গিদের হামলায় সেনা জওয়ানদের মৃত্যুর খবর আসছে।জঙ্গিদের সন্ধানে রাজৌরি-পুঞ্চ সেক্টরের ঘন জঙ্গলে নিয়মিত সেনা অভিযান চালানো হচ্ছে।

এই পরিস্থিতিতে সেনাদের মনোবল বাড়াতে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার নৌসেরা সেক্টর এবং নিয়ন্ত্রন রেখার কাছে জম্মু কাশ্মীরের রাজৌরি সেক্টরের সেনা জওয়ানদের সঙ্গে এই দীপাবলি অনুষ্ঠানটি পালিত হবে বলে সেনা সূত্রে জানানো হয়েছে । রাজৌরি জেলার নৌসেরা ব্রিজে এই দীপাবলি উদযাপনের অনুষ্ঠানটি হবে বলেই জানা গিয়েছে।

এর আগে ২০১৯ সালেও রাজৌরি সেক্টরে সেনা ও জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেছিলেন প্রধানমন্ত্রী। এই বিশেষ দিনে সেনা বাহিনীর সঙ্গেপ্রধানমন্ত্রী সময় কাটালে সেনা বাহিনীর মনোবল বাড়াবে। নিজেদের পরিবার -পরিজনদের ছেড়ে শুধুমাত্র দেশরক্ষার জন্য উৎসবের দিনগুলিতেও কর্তব্যে অবিচল সেনা জওয়ানরা। তাই দেশের প্রধানমন্ত্রী সঙ্গে সময়া কাটানো তাদের কাছে বড় পাওনা।