“ভাড়া বাড়াবেন না, অন্যভাবে পুষিয়ে দেব”, বার্তা পরিবহন মন্ত্রীর

0
2

প্রায় প্রত্যেকদিন দাম বাড়ছে জ্বালানির। গত সপ্তাহে কলকাতায় সেঞ্চুরি হাঁকিয়েছে ডিজেল। আর পেট্রোল অনেকই আগেই ১০০-র গণ্ডি পেরিয়েছে। তবু সরকারি ভাবে এখনই বাড়ছে না বাস ভাড়া। বুধবার বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এমনই জানালেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)৷

পেট্রোপণ্যের দামের অস্বাভাবিক বৃদ্ধির জেরে বাসভাড়া বাড়ানোর জন্য রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছিলেন বিভিন্ন বাসমালিকদের সংগঠন। বৈঠকের পর পরিবহণ দফতর সূত্রে খবর, বাস মালিকদের রাজ্য সরকার জানিয়েছে, বিকল্প জ্বালানি বা ব্যাটারি চালিত বাস দেওয়ার বিষয়ে আলোচনা চালাবে রাজ্য। আগামী ১৭ নভেম্বর দ্বিতীয় দফার বৈঠক হবে। কিন্তু বাসভাড়া বাড়ানো যাবে না। বাস–ভাড়া বাড়ালে মানুষের ওপর চাপ বাড়বে। এই প্রসঙ্গে পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘কেন্দ্র পেট্রোল-ডিজেলের দাম বাড়াবে আর পাল্লা দিয়ে বাস ভাড়া বাড়ানো হবে, এটা সমাধান হতে পারে না৷ তাই আমরা স্থায়ী সমাধানের কথা ভাবছি। সেই কারণেই বাস মালিকদের অনুরোধ করেছি তাঁরা যাতে আর কিছুদিন ধৈর্য ধরেন। কোভিড পরিস্থিতি এবং নোটবন্দির পর সাধারণ মানুষের হাতে টাকা নেই। তাই ভাড়া বাড়িও না। আমি অন্যভাবে তোমাদের পুষিয়ে দেব।’

আরও পড়ুন-  রেকর্ড মার্জিনে জেতার ২৪ ঘন্টার মধ্যেই বাঁধ নির্মাণে হাত লাগালেন গোসবার বিধায়ক সুব্রত