জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতার আবদুল বাংলাদেশের বাসিন্দা!

0
1

সুভাষগ্রাম থেকে জেএমবি (JMB) জঙ্গি সন্দেহে গ্রেফতার আবদুল মান্নান বাংলাদেশের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। হরিদেবপুর থেকে ধৃত জঙ্গিদের জেরা করেই মান্নানের খোঁজ পাওয়া যায়। হরিদেবপুর এলাকা থেকে এসটিএফ-র (STF) হাতে গ্রেফতার হওয়া চার জঙ্গিকে জেরা করেই হদিশ মিলেছে আবদুল মান্নানের। ওই চার জঙ্গিকে ৮ নভেম্বর অবধি নিজেদের হেফাজতে নিয়েছে এনআইএ (NIA)।

মঙ্গলবার সুভাষগ্রামে তল্লাশি চালিয়ে আবদুলকে গ্রেফতার করে NIA। টানা জেরার ফলে বিভিন্ন তথ্য মিলছে। আবদুলকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাই NIA।