আফগানিস্তানের বিরুদ্ধে অশ্বিনকে ফেরানোর পরামর্শ সুনীল গাভাস্করের

0
3

বুধবার টি-২০ বিশ্বকাপে( t-20 World cup) তৃতীয় ম‍্যাচে নামছে ভারত ( india)। প্রতিপক্ষ আফগানিস্তান ( Afghanistan)। পরপর দু’ম‍্যাচ পাকিস্তান ( Pakistan) এবং নিউজিল্যান্ডের ( New Zealand) কাছে হেরে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের রাস্তা কঠিন বিরাটদের সামনে। এই অবস্থায় তৃতীয় ম‍‍্যাচে আফগানদের বিরুদ্ধে জিতে মরিয়া টিম ইন্ডিয়া। আর তৃতীয় ম‍্যাচে রবিচন্দ্রন অশ্বিনকে (R Ashwin) ফেরানোর কথা বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর (Sunil Gavaskar)।

পাকিস্তানের বিরুদ্ধে হারের পরেই ভারতীয় দলে অশ্বিনকে ফেরানোর দাবি তুলেছিলেন অনেক প্রাক্তন ক্রিকেটার। কিন্তু নিউজিল্যান্ডের ম‍্যাচে দেখা যায়নি তাঁকে। আর এবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে ফের অশ্বিন প্রসঙ্গ তুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কর।

এদিন সংবাদমাধ্যমে গাভাস্কর বলেন,” অশ্বিন বিশ্বের অন্যতম সেরা বোলার। বাঁ-হাতি, ডান হাতি দু’ধরনের ব্যাটারের বিরুদ্ধেই সমান কার্যকরী। আফগানিস্তানের স্পিন আক্রমণে বৈচিত্র্য অনেক বেশি। মুজিব উর রহমান না খেলতে পারলেও ওদের স্পিনারের অভাব নেই। ভারতকে সেটা ভাবতে হবে। বরুণকে খেলতে আফগানিস্তানের বিশেষ সমস্যা হবে বলে মনে হয় না। তাই অশ্বিনকে খুব দরকার। আর যদি দল এমন কোনও স্পিনারকে চায় যে হাওয়ায় ধীরে বল করে তা হলে রাহুল চাহারের কথা ভাবতে পারে।”

আরও পড়ুন:টুইটারে সমালোচকদের একহাত নিয়ে বিরাটের পাশে রাহুল গান্ধী