বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ( World Boxing Championship)পদক নিশ্চিত করলেন আকাশ কুমার (Akash Kumar)। এদিন ৫৪ কেজি বিভাগে ভারতীয় বক্সার ৫-০ হারালেন ভেনেজুয়েলার ইয়োয়েল ফিনোলকে।

ম্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখান ২১ বছর বয়সি জাতীয় চ্যাম্পিয়ন আকাশ। ইয়োয়েলকে একের পর এক আক্রমণে পিছিয়ে দেন তিনি। দুরন্ত গতি এবং ফুটওয়ার্ক ছিল আকাশের অস্ত্র। আকাশের প্রতিপক্ষ ইয়োয়েল ব্রোঞ্জ জিতেছিলেন রিও অলিম্পিক্সে। কিন্তু এর পরে দ্বিতীয় স্থানে থাকা বক্সার ডোপ পরীক্ষায় ধরা পড়ায় ইয়োয়েলের পদক ব্রোঞ্জ পদক থেকে হয়ে যায় রুপো ।

সেমিফাইনালে আকাশের প্রতিপক্ষ কাজাখস্তানের মাখমুদ সাবিরখান।
আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস












































































































































