পুরভোট নিয়ে রাজ্য সরকারের প্রস্তাবে সায় রাজ্য নির্বাচন কমিশনের (Election Commission)। মঙ্গলবার রাজ্যের তরফে ১৯ ডিসেম্বর পুরভোট করানোর প্রস্তাব দিয়ে কমিশনকে চিঠি পাটানো হয়। বুধবার পুর ও নগরোন্নয়ন দফতরের কর্তারা রাজ্য নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে আলোচনা করেন। সেখানেই রাজ্যের দেওয়া প্রস্তাবে কমিশনের প্রাথমিক সম্মতি মিলেছে। কালীপুজো-ভাইফোঁটার পরেই রাজ্যে আনুষ্ঠানিক ভাবে কলকাতা ও হাওড়ার পুরভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে নবান্ন (Nabanna) সূত্রে খবর।

তবে ইভিএমেই (Evm) পুরভোট করাতে চলেছে কমিশন। কালীপুজোর পড়েই বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে সূত্রের খবর। যদিও রাজ্য নির্বাচন কমিশনের তরফে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। সূত্রের খবর, সরকারের দেওয়া তারিখেই দুটি পুরসভায় ভোট করাতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। সরকারের তরফে ইতিমধ্যেই হাওড়া (Howrah) ও কলকাতায় (Kolkata) ভোট করানো নিয়ে প্রস্তুতি সেরে ফেলা হচ্ছে বলে জানা গিয়েছে। পুর দফতরের এক কর্তার কথায়, ‘প্রথা এবং আইন মেনে প্রস্তুতি শুরুর পথে হাঁটছে সরকার। আনুষ্ঠানিক ভাবে কমিশনের কাছে প্রস্তাব করে চিঠি পাঠানো হয়েছে।’ রাজ্যে এখনও ১১৪টি পুরসভায় ভোট হওয়া বাকি। প্রতিটি জায়গাতেই প্রশাসকেরা কাজ চালাচ্ছেন।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর, রবিবার কলকাতার ১৪৪টি ও হাওড়ার ৬৬টি ওয়ার্ডে ভোট করাতে চায় রাজ্য সরকার। দুই পুরনিগমের ভোটের ফলপ্রকাশ করা হবে ২২ ডিসেম্বর, বুধবার। এই মর্মে রাজ্য নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি পাঠিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। তবে করোনার দাপট কম থাকলেই ভোট করানোর আর্জি জানানো হয়েছে। আর তারপরেই চিন্তাভাবনা করে কালীপুজোর পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন।
আরও পড়ুন- চাপে বিজেপি, ত্রিপুরায় TMC-র উপর হামলা থেকে সাম্প্রদায়িক হিংসা: রিপোর্ট তলব NHRC-র































































































































