টি-২০ বিশ্বকাপে ( T-20 world cup) পরপর দু’ম্যাচ হেরে বেশ চাপে ভারতীয় দল ( india team)। পাকিস্তানের ( Pakistan)পর নিউজিল্যান্ডের ( New Zealand) কাছে হেরে বিশ্বকাপে সেমিফাইনালের রাস্তা কঠিন বিরাট কোহলি, রোহিত শর্মাদের কাছে। পাকিস্তান ম্যাচের পাশাপাশি নিউজিল্যান্ড ম্যাচে ভারতের ব্যাটিং ধসের কারণেই হারের মুখ দেখতে হয়েছে টিম ইন্ডিয়াকে। যদিও এই যুক্তি মানতে রাজি নন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর (Vikram Rathour)। ভারতের এই হারের জন্য ক্রিকেটারদের ব্যর্থতার নয়, বরং দুবাইয়ের পিচকেই অনেক বেশি দায়ী করলেন কোহলিদের ব্যাটিং কোচ।
আফগানিস্তান ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বিক্রম রাঠৌর বলেন,” এই পিচে প্রথমে ব্যাট করা সহজ নয়। যারাই প্রথমে ব্যাট করেছে, সমস্যায় পড়েছে। পিচের জন্যই আমাদের ব্যাটাররা বড় শট খেলতে পারেনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঝের ওভারে স্কোরবোর্ড সচল ছিল না। এই পিচে প্রতি বলে রান নেওয়া খুব কঠিন। আমি বলছি না শুধু আমাদের সমস্যা হয়েছে, এই পিচে যারা প্রথমে ব্যাট করেছে সবার একই সমস্যা হয়েছে। তাই রানের সংখ্যা বাড়ানো যায়নি।”
আরও পড়ুন:নিউজিল্যান্ড ম্যাচে কেন রোহিতের বদলে ওপেন করলেন ইশান? জানালেন ভারতের ব্যাটিং কোচ