‘মন্নত’-এর সামনে অনুরাগীদের ভিড়, কিন্তু জন্মদিনে বারান্দায় এলেন না শাহরুখ

0
1

ব্যতিক্রম ঘটল এবছর । বহু বছর ধরে জন্মদিনের (Happy birthday Shahrukh khan) দিনে মন্নতের সামনে বারান্দায় দাঁড়িয়ে ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়েন বাদশা শাহরুখ খান । এবছরও অভ্যাসমতো মন্নতের সামনে ভিড় করেছিলেন ভক্তরা। প্রিয় অভিনেতাকে একবার চোখের দেখা দেখবেন বলে। অনেকেই রাত থাকতে মন্নতের সামনে চলে গিয়েছিলেন। কিন্তু নিয়ম ভাঙলেন শাহরুখ নিজেই। মন্নত সূত্রে জানা গিয়েছে, সপরিবার আলিবাগের বাগানবাড়িতে চলে গিয়েছেন শাহরুখ। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর। শাহরুখের ম্যানেজার পূজা নাকি বান্দ্রা পুলিশ এবং সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। শাহরুখ চলে গিয়েছেন নিজের আলিবাগের বাগানবাড়িতে। সঙ্গে স্ত্রী গৌরী, বড় ছেলে আরিয়ান এবং ছোট ছেলে আব্রাম ।

 

এক পুলিশ আধিকারিক ‘মন্নত’-এর সামনে দাঁড়িয়ে। ভিড় সামলানোর দায়িত্ব পড়েছে তাঁর উপরে। কোথাও যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় বান্দ্রার বিভিন্ন রাস্তায় ব্যারিকে়ড বসানো হয়েছে বেশ কয়েকটি এলাকায় বেশি সংখ্যক পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছে ।

কিন্তু প্রশ্ন উঠেছে শাহরুখ কেন এভাবে অনুরাগীদের এড়িয়ে গেলেন ? তবে কি কিং খান আরিয়ান কান্ডের ধাক্কা এখনো সামলে উঠতে পারেননি ? বাদশা কি এখনো মুখোমুখি হতে চান না অন্যদের?