সিএসকের স্বার্থে চেন্নাইয়ে থাকতে চাইছেন না ধোনি, বললেন শ্রীনিবাসন

0
2

চলতি বছরই কী আইপিএলে (Ipl) চেন্নাই সুপার কিংসের (Chennai Super kings) জার্সি গায়ে শেষ খেলে ফেললেন মহেন্দ্র সিং ধোনি ( Ms dhoni) ? মঙ্গলবার থেকে এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে ক্রিকেটপ্রেমীদের মাথায়। আদৌ সিএসকেতে থাকবেন তো ক‍্যাপ্টেন কুল? আগামী আইপিএলের নিলামের আগে এটিই এখন সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ  সিএসকে কর্তা এন শ্রীনিবাসন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ধোনি নিজেই চান না সিএসকে তাকে বিপুল অর্থ খরচ করে রিটেইন করুক।

এক সাক্ষাৎকারে শ্রীনিবাসন বলেন, “ধোনি অত্যন্ত সৎ এবং ভাল মানুষ। সেই কারণেই ও চাইছে না, আমরা নিলামের আগে ওকে রেখে দিই। কারণ ও জানে, ওকে ছেড়ে দিলে নিলামের সময় চেন্নাইয়ের হাতে বাড়তি বেশ কিছুটা টাকা থাকবে। এটা ভেবেই ও এখনও পর্যন্ত বিভিন্ন লোককে বিভিন্ন উত্তর দিয়েছে। ও চাইছে না, নিলামের আগে আমাদের কিছু টাকা ওর পিছনে যাক।”

তবে ধোনি থাকতে না চাইলেও, সিএসকে যে ধোনিকে ধরে রাখতে তৎপর তা শ্রীনিবাসনের কথায় স্পষ্ট। এই নিয়ে শ্রীনিবাসন বলেন,”চেন্নাই চোখ-কান বুজে সবার আগে ধোনিকে রেখে দিতে চাইবে। সিএসকে, চেন্নাই এবং তামিলনাড়ুর অবিচ্ছেদ্য অংশ ধোনি। ওকে ছাড়া যেমন সিএসকে হয় না, তেমনি সিএসকে ছাড়া ধোনিও হয় না। ”

নিয়ম অনুযায়ী, এবারের নিলামের আগে প্রতিটি দল সর্বাধিক চারজন করে ক্রিকেটারকে রেখে দিতে পারবে ফ্র্যাঞ্চাইজি দল। যদি চারজন ক্রিকেটারকে রাখা হয়, তা হলে সেই ফ্র্যাঞ্চাইজির ১৬ কোটি টাকা খরচ হবে। তিনজনকে রাখলে টাকার অঙ্কটা কমে হবে ১৫ কোটি । অর্থাৎ যে ফ্র্যাঞ্চাইজি যত কম ক্রিকেটারকে রাখবে, তারা অন্য ক্রিকেটারকে নেওয়ার জন্য তত বেশি টাকা হাতে নিয়ে নামবে নিলামে।

এখন দেখার বিষয় ধোনি নিজে যদি সিএসকেতে থাকতে না চান, তখন চেন্নাই কী করবে?

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস