আগামী তিন মাস ফুটবলের বাইরে থাকবেন আগুয়েরো, রাখা হবে পর্যবেক্ষণে, জানাল বার্সা

0
3

আগামী তিন মাস ফুটবলের বাইরে থাকবেন সার্জিও আগুয়েরো (sergio aguero)। এবং শুধু তাই নয়, সেই সময় পর্যবেক্ষণে রাখা হবে বার্সেলোনার ( Barcelona) এই তারকা ফুটবলারকে। মঙ্গলবার এমনটাই জানান হল এফসি বার্সেলোনার পক্ষ থেকে।

গত শনিবার ল-লিগায় আলাভেসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হঠাৎই বুকে ব্যাথা অনুভব করেন এফসি বার্সিলোনার ফরোয়ার্ড সের্জিও আগুয়েরো। এরপর সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে এবং সেখানে তাকে ভর্তি করা হয়।

এদিন এফসি বার্সিলোনার তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়, বিশিষ্ট ডাক্তার জোসে ব্রুগাডার কাছে ডায়গনোস্টিক ও থেরাপেউটিক প্রক্রিয়ার মধ্যে থাকবে আগুয়েরো। আর এর জেরে আগামী তিন মাস তিনি ফুটবলের বাইরে থাকবেন এবং সেই সময় তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

আরও পড়ুন:অবসর ভেঙে ফের মাঠে নামছেন যুবরাজ, নিজেই জানালেন সেকথা