৪ বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের পরেও উল্লাস নয়। বিজয় মিছিলে রাশ টেনে এই বার্তা দিলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বিপুল জয়ের পর দলীয় কর্মীরা যাতে বিজয় মিছিল না-করেন, সেই মতে নির্দেশ দেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মঙ্গলবার, তৃণমূলের বিপুল জয়ের বিষয়টি স্পষ্ট হয়ে যাওয়ার পরেই ওই নির্দেশ দেন তিনি। তৃণমূল সূত্রের খবর, প্রতিটি কেন্দ্রেই সেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
দলীয় প্রার্থীরা বিশাল ব্যবধানের জয়ের দিকে এগোতেই দিকে দিকে তৃণমূল কর্মীদের মধ্যে উল্লাস ধরা পড়েছে। সবুজ আবির মেখে মিষ্টিমুখ করে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। তখনই অভিষেকের নির্দেশ দেন, বিজয় উৎসব বা উল্লাস যেন করা না হয়। খড়দহের বিজয়ী প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee) বলেন, ‘‘আমাদের উল্লাস যেন কারও কাছে বিপদের কারণ না হয়’’ অত্যুৎসাহেই রাশ টানতে চেয়েই অভিষেক এই বার্তা।