তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee) পর এবার গোয়া যাচ্ছেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Benarjee)। ১০ নভেম্বর গোয়া (Goa) যাবেন তিনি। ১০, ১১, ১২ সেখানে থাকবেন অভিষেক। আগামী বছর ফেব্রুয়ারিতে গোয়ায় বিধানসভা ভোট। ত্রিপুরার পাশাপাশি গোয়াতেও নজর তৃণমূলের। ইতিমধ্যেই জোড়া ফুলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইনহো ফ্যালিরিও (Luizinho Faleiro)।

কয়েকদিন আগেই গোয়ায় গিয়ে একাধিক কর্মসূচিতে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরে জোড়া ফুল শিবিরে যোগ দেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes), প্রাক্তন কংগ্রেস নেত্রী তথা অভিনেত্রী নাফিসা আলি (Nafisa Ali)-সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব। এবার ভাইফোঁটার পরে সেখানে যাচ্ছেন অভিষেক। তৃণমূল সূত্রে খবর, ৩দিন সেখানে থাকবেন তিনি। একাধিক সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
আগেই অভিষেক ঘোষণা করেছিলেন, তৃণমূল শুধু বাংলার মাটিতেই সীমাবদ্ধ নয়। ত্রিপুরায় গিয়েছে। গোয়ায় ঢুকেছে। আগামী এক মাসের মধ্যে যাব আরও ৫-৭টা রাজ্যে যাবেন তাঁরা।
প্রত্যায়ী অভিষেক বলেন, আগামী তিন মাসের মধ্যে গোয়ায় নির্বাচন। শূন্য থেকে শুরু করেছে তৃণমূল। ৩ মাসের মধ্যে গোয়ায় জোড়াফুল ফুটবে। এবার দ্বীপরাজ্যে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কী বার্তা দেন সেটাই দেখার।












































































































































