কপাল খারাপ বাংলাদেশের সাকিবের।এবারের মতো শেষ হয়ে গেল তাঁর বিশ্বকাপ অভিযান। হ্যামস্ট্রিং চোট তাঁকে ছিটকে দিল বিশ্বকাপ থেকে।এর আগেচোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের পেসার মহম্মদ সইফুদ্দিন। সেই তালিকায় নয়া সংযোজন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য বিশ্বকাপের মাঝপথে দল থেকে ছিটকে গেলেন তিনি।
আরও পড়ুন- সোনার গয়না, ব্রোঞ্জের মূর্তি ও মূল্যবান পাথরে ঘেরা দ্বীপের সন্ধান পেলেন মৎস্যজীবীরা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচের চতুর্থ ওভারের পর হ্যামস্ট্রিংয়ের চোট পান তিনি। কিছুক্ষণের জন্য মাঠ ছেড়েছিলেন সাকিব আল হাসান।তারপর মাঠে ফিরেও এসেছিলেন, এমনকি বলও করেছিলেন।তবে তেমন সুবিধা করতে পারেননি সাকিব। সেই ম্যাচে ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে কোনও উইকেট পাননি।এরপর ব্যাট হাতে নামেন ওপেন করতে। চিন্তা ছিল, পরে নামলে স্প্রিন্ট টেনে রান নেওয়ার তাগিদটা বেড়ে যায়। ওপেন করতে নেমেও বেশি রান করতে পারেননি। মাত্র ৯ রান করে ফেরেন।
জানা গিয়েছে, সাকিবের চোট এমনই, তাতে কোনওভাবেই আর বাকি দুই ম্যাচ খেলা সম্ভব হবে না।এরপরই সরকারিভাবে তা জানিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।যার নিট ফল, বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন সাকিব। শুধু তাই নয়, সাকিব আল হাসানের পরিবর্তে দলে অন্য কাউকে নেওয়ার সুযোগ নেই। কারণ, বিসিবি রিজার্ভ ক্রিকেটার হিসেবে রেখেছিল মাত্র একজনকে।