কালীপুজো-ছটপুজোয় থাকছে না রাতের বিধিনিষেধ: মুখ্যমন্ত্রী

0
1

কালীপুজোর দুদিন এবং ছট পুজো রাতের বিধিনিষেধ থাকছে না। কালীপুজো উদ্বোধনে গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, উৎসবের মরসুমে ৪ ও ৫ তারিখ অর্থাৎ কালীপুজোর দিন ও তার পরের দিন রাতে বিধিনিষেধ থাকছে না। একইসঙ্গে বিধিনিষেধ থাকবে না ছটপুজোর রাতেও।

সোমবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায়কে খারিজ করে পরিবেশ বান্ধব বাজি পোড়ানোয় ছাড়পত্র দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। সে কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “সুপ্রিম কোর্ট বলেছে পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে। আমরা পরিবেশ দূষণ চাই না। এমন কোনও বাজি পোড়াবেন না, যাতে আপনার আনন্দ পণ্যের নিরানন্দের কারণ হয়। মাস্ক সবাই পরবেন। সাবধানতা বজায় রাখবেন। দীপাবলির আলো সবার ঘরে পৌঁছে যাক।”

আরও পড়ুন-কংগ্রেস আপস করে, আমরা করি না: কালীপুজোর উদ্বোধনে গিয়ে তোপ মমতার

এদিন জানবাজার সম্মিলিত কালীপুজা সমিতি, শেক্সপিয়র সরণি সার্বজনীন শ্যামা পূজা কমিটি ও ভেনাস ক্লাবের কালীপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কোভিড পরিস্থিতিতে শারীরিক দূরত্ববিধি ও অন্যান্য সাবধানতার কথা মাথায় রেখে উৎসব পালনের বার্তা দেন।