নির্বাচন লড়তে আমি প্রস্তুত, তবে সিদ্ধান্ত মমতা দিদি নেবেন: বললেন লিয়েন্ডার পেজ

0
1

বাংলা ছাড়িয়ে গোয়াতে(Goa) শক্তি বৃদ্ধি করছে তৃণমূল শিবির(TMC)। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ(Leander page)। তবে টেনিস তারকা এবার কি টেনিস ছেড়ে নির্বাচনী লড়াইয়ে নামবেন? সংবাদমাধ্যমের এমন প্রশ্নের জবাবে লিয়েন্ডার জানালেন, তিনি নির্বাচনে লড়ার জন্য পুরোদমে প্রস্তুত। তবে এ বিষয়ে সিদ্ধান্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন।

সম্প্রতি সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে গোয়া রাজনীতি প্রসঙ্গে টেনিস তারকা লিয়েন্ডার পেজ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্ক বহু বছরের পুরোনো। আমার মা বাঙালি। মমতা দিদিকে আমি চিনি, তিনি যদি কিছু বলেন, তবে সেটা হতেই হবে। উনি একজন আসল চ্যাম্পিয়ন।” পাশাপাশি এর আগে গোয়ায় তৃণমূলের খারাপ ফল প্রসঙ্গে লিয়েন্ডার বলেন, ব্যর্থতা জীবনের একটি অঙ্গ। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো সততা। ১৮বারের গ্র্যান্ড স্ল্যাম বিজেতা বলেন, গোয়াতে ভালো কিছু হওয়ার আশা ফুটে উঠেছে।

আরও পড়ুন:অভিষেকের সভার ২৪ ঘন্টার মধ্যে ত্রিপুরায় ফের সুস্মিতার উপর হামলার চেষ্টা

এরপরই সংবাদমাধ্যমে তরফে লিয়েন্ডারকে প্রশ্ন করা হয় তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে লড়াইয়ে নামবেন? উত্তরে লিয়েন্ডার জানান, “আমি নির্বাচনের জন্য পুরোপুরি তৈরি। কিন্তু এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলে সিদ্ধান্তটা তাঁকেই নিতে দিন।”