শেওড়াফুলিতে ধুপ-মালা দিয়ে ট্রেন-পুজো হকারদের

0
1

করোনা পরিস্থিতিতে দীর্ঘ ছমাস রাজ্যে বন্ধ ছিল লোকাল ট্রেন (Local Train) পরিষেবা। আর্থিক অনটনে ভুগছিলেন হকাররা। রবিবার থেকে ৫০% যাত্রী নিয়ে শুরু হয়েছে ট্রেন (Train) চলাচল। ফলে আবার নতুন করে ব্যবসা শুরু করেছে। সোমবার সকালে শেওড়াফুলির হকার ইউনিয়ানের পক্ষ থেকে নারকেল, ধুপ, মালা দিয়ে ট্রেন পুজো করা হয়।

হকারদের প্রার্থনা আর যেন আগের মতো পরিস্থিতি না হয়। বন্ধ না হয় ট্রেন পরিষেবা। সেই কারণে ট্রেনকে পুজো দিয়ে ব্যবসা শুরু করলেন হকাররা।