এক ধাক্কায় ২৬৬ টাকা বাড়লো LPG সিলিন্ডারের দাম, লাগামছাড়া পেট্রোল-ডিজেলও

0
1

কমার লক্ষণ নেই, বরং উত্তরোত্তর বেড়েই চলেছে পেট্রোল-ডিজেল(petrol diesel) ও গ্যাসের(LPG cylinder) দাম। মূল্যবৃদ্ধির অতীতের সব রেকর্ড ভেঙে সোমবার বাণিজ্যিক সিলিন্ডারের জন্য এলপিজির দাম এক ধাক্কায় বাড়ল ২৬৬ টাকা। সোমবার থেকেই কার্যকর করা হচ্ছে নতুন এই বর্ধিত দাম। পাশাপাশি, ফের দাম বাড়লো পেট্রোল-ডিজেলের।

জানা গিয়েছে, দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম পূর্বে ছিল ১৭৩৪ টাকা। সোমবার থেকে এর দাম করা হয়েছে ২০০০.৫০ টাকা। মুম্বাইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম আগে ছিল ১,৬৮৩ টাকা। তবে বর্তমানে এর দাম এখন ১,৯৫০ টাকা। কলকাতা এবং চেন্নাইতে, একটি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম এখন হবে যথাক্রমে ২,০৭৩.৫০ টাকা এবং ২,১৩৩ টাকা। যদিও আশার কথা এটাই যে পেট্রোলিয়াম সংস্থাগুলি দেশীয় এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায়নি। তবে শুধু গ্যাস নয় লাগামছাড়া পেট্রোল-ডিজেলের দামও।

আরও পড়ুন:হুমকির জেরে বিতর্কিত বিজ্ঞাপনটি সরিয়ে ফেললেন সব্যসাচী

লাগাতার ৬ দিন পেট্রোল-ডিজেলের দাম ঊর্ধ্বমুখী থাকার পর সোমবার ফের ৩৫ পয়সা করে দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। সোমবার রাজধানী দিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি ১০৯ টাকা ৬৯ পয়সা, ডিজেল কিনতে হচ্ছে ৯৮ টাকা ৪২ পয়সা প্রতি লিটারে। কলকাতায় ১ লিটার পেট্রলের দাম ১১০ টাকা ১৫ পয়সা এবং ডিজেল লিটার প্রতি ১০১ টাকা ৫৬ পয়সা। রবিবার যা ছিল যথাক্রমে ১০৯ টাকা ৭৯ পয়সা এবং ১০১ টাকা ১৯ পয়সা।