বিশ্ব স্বাস্থ্য সংস্থা(World health organisation) এখনো পর্যন্ত ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনকে অনুমোদন না দিলেও, কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিল অস্ট্রেলিয়া সরকার। কোভ্যাক্সিন(covaccine) নিয়ে যেকোনো ব্যক্তি অস্ট্রেলিয়ার(Australia) মাটিতে পা রাখতে পারবেন বলে এদিন জানিয়ে দিয়েছে সেখানকার সরকার। এই ঘোষণার স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তিতে ভারত(India)।
প্রসঙ্গত, গত মাসেই সেরাম ইনস্টিটিউটের (SII) তৈরি কোভিশিল্ডকে স্বীকৃতি দিয়েছিল অস্ট্রেলিয়া। তবে কোভ্যাক্সিনের জন্য ছিল বিধিনিষেধ। এবার সেই বিধিনিষেধ তুলে দিয়ে অস্ট্রেলিয়া সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, “থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন (TGA) সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের নিজস্ব টিকা কোভ্যাক্সিন এবং চিনের BBIBP-CorV-কে বৈধ টিকার তালিকায় ধরা হবে।” শুধু তাই নয়, ১২ বছরের ঊর্ধ্বে যাঁরা কোভ্যাক্সিনের ডোজ নিয়েছেন, তাঁদের কারও অস্ট্রেলিয়া যেতে আর কোনও বাধা রইল না। BBIBP-CorV টিকার ক্ষেত্রে এর বয়সসীমা ১৮ থেকে ৬০ বছর। যদি অস্ট্রেলিয়া সরকারের তরফে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ায় পা রেখেই থাকতে হবে কোয়ারেন্টাইনে। নির্দিষ্ট সময়ের পর দিতে হবে করোনা নেগেটিভ সার্টিফিকেটও।