টি-২০ বিশ্বকাপে ( t-20 world cup) দ্বিতীয় ম্যাচেও হার ভারতের ( India)। রবিবার নিউজিল্যান্ডের ( New Zealand) কাছে ৮ উইকেটে হারল বিরাট কোহলির ( virat kohli) দল। ভারতের ব্যাটিং ব্যর্থতার কারণেই দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখল না টিম ইন্ডিয়া। আর এই হারের ফলে সেমিফাইনালের যাওয়ার রাস্তা কার্যত শেষ রোহিতদের।
রবিবারের ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব্যাট করতে নেমে ১১০ রান করে বিরাট কোহলির দল। ভারতের টপ অর্ডারের ব্যাট্যারদের ব্যর্থতার কারণে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় বিরাট বাহিনী। রবিবার কিউয়িদের বিরুদ্ধে কে এল রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন ঈষাণ কিশান। তবে আইপিএলে সফল হলেও টি-২০ বিশ্বকাপে ব্যর্থ তিনি। মাত্র ৪ রানেই আউট হন ঈষান। পাকিস্তান ম্যাচের মত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ রোহিত শর্মা। ব্যাট করতে নেমেই প্রথম বলেই ক্যাচ তুলে দেন হিটম্যান। তবে মিস করে কিউয়ি ক্রিকেটার অ্যাডাম মিল। দ্বিতীয় সুযোগ পেলেও, সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন রোহিত। মাত্র ১৪ রানে আউট তিনি। ১৮ রানে আউট হন কে এল রাহুল। পাকিস্তান ম্যাচে ব্যাট হাতে ভরসা দিলেও, নিউজিল্যান্ড ম্যাচে ব্যর্থ ভারত অধিনায়ক বিরাট কোহলি। মাত্র ৯ রানে আউট হন তিনি। ১২ রানে আউট হন ঋষভ পন্থ। ২৩ রানে আউট অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। শূন্য রানে আউট শার্দুল ঠাকুর। রবীন্দ্র জাদেজার দৌলতে শতরানের গন্ডি পার করে ভারত। ২৬ রানে অপরাজিত জাদেজা। নিউজিল্যান্ডের হয়ে তিন উইকেট ট্রেন্ট বল্টের। দুই উইকেট সোদির। একটি করে উইকেট টিম সাউদি এবং অ্যাডাম মিলের।
জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় কেন উইলিয়ামসনের দল। কিউয়িদের ব্যাটিং অর্ডারে শুরুতেই ধাক্কা দেন যশপ্রীত বুমরাহ। নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপ্টিলকে আউট করেন তিনি। যার ফলে ২০ রানে আউট হন গাপ্টিল। ৪৯ রানে আউট মিচেল। মিচেলকেও ফেরান বুমরাহ। তবে ব্যস ওই টুকুই। নিউজিল্যান্ডের হয়ে জয়ের রাস্তা পাঁকা করেন অধিনায়কই কেন উইলিয়ামসন। ৩৩ রানে অপরাজিত তিনি।
আরও পড়ুন:নীরজ চোপড়াকে সংবর্ধিত করল চেন্নাই সুপার কিংস