নীরজ চোপড়াকে সংবর্ধিত করল চেন্নাই সুপার কিংস

0
4

কথা রাখল চেন্নাই সুপার কিংস ( Csk)। টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) সোনার পদক জয়ী নীরজ চোপড়াকে ( Neeraj Chopra) প্রতিশ্রুতিমতই সংবর্ধিত করল আইপিএলের  (IPL) অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস ( Chennai Super kings)। চার বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই নীরাজকে তুলে দিল এক কোটি টাকার বিপুল আর্থিক পুরষ্কার।

রবিবার দিল্লিতে গিয়ে নীরজের হাতে জার্সি এবং চেক তুলে দেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন। চেন্নাইয়ের পাশাপাশি নীরজও সেই ছবি টুইট করেন।

এদিন নীরজ ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “এই সমর্থন এবং পুরস্কারের জন্য অনেক ধন্যবাদ। খুব ভাল লাগছে। গত দু’মাসে খুব পরিশ্রম গিয়েছে। অনেক নতুন জিনিসের অভিজ্ঞতা রয়েছে। সোনা জেতার পর এত ভালবাসা পাব, স্বপ্নেও ভাবিনি। সম্পূর্ণ অপ্রত্যাশিত। আরও ভাল ফলাফলের জন্য আপ্রাণ চেষ্টা করব। আরও নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ‍্য আমার।”

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের মাঝেই সবধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন আসগর আফগান