মোদি সাক্ষাতে উচ্ছ্বসিত ফ্রান্সের প্রেসিডেন্ট, টুইট করলেন হিন্দিতে

0
3

জি-২০ বৈঠকে যোগ দিতে বর্তমানে রোমে রয়েছেন সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সফরের দ্বিতীয় দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর (Emmanuel Macron) সঙ্গে আলিঙ্গন করতেও দেখা যায় তাঁকে। মোদির সঙ্গে সাক্ষাৎ করে রীতিমতো খুশি ফ্রান্স প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর প্রশংসা করে টুইট করলেন হিন্দিতে।

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর এদিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ লেখেন, “আমরা আশাবাদী যে ভারতের সঙ্গে পরিবেশ,স্বাস্থ্য ও উদ্ভাবনী সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কাজ এগিয়ে নিয়ে যাব । এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও দুই দেশ একসঙ্গে কাজ করব।” বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী পাশাপাশি রোমে রয়েছেন বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতারা। তালিকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তাদের সঙ্গে খোশমেজাজে সময় কাটাতে ও দেখা যায় নরেন্দ্র মোদিকে।

উল্লেখ্য গতকালই প্রধানমন্ত্রী দপ্তর থেকে টুইটারে বেশ কিছু ছবি শেয়ার করা হয়। আর সেই ছবি স্পষ্ট ভাবে বুঝিয়ে দিচ্ছে আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান এখন কতখানি গুরুত্বপূর্ণ। জি-টোয়েন্টি সদস্য দেশ গুলির রাষ্ট্র নেতাদের সঙ্গে ছবি তোলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তরের পাশাপাশি প্রধানমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেল শেয়ার করেছেন সেই ছবি।