তালিবানকে পাশ কাটিয়ে আফগানবাসীকে ১৪৪ মিলিয়ন ডলার সাহায্যের ঘোষণা আমেরিকার

0
1

তালিবান(Taliban) আফগানিস্তানের(Afghanistan) মাটি দখল করলেও এই সরকারকে কোনরকম মান্যতা দেয়নি আন্তর্জাতিক মহল। এদিকে তালিবান শাসনে বেহাল অবস্থা আফগানিস্তানের সাধারণ মানুষের। এহেন পরিস্থিতিতে এবার আফগান বাসীকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিল আমেরিকা(America)। যদিও এই অর্থনৈতিক সাহায্য আফগানবাসীকে পাঠানো হবে তালিবানকে পাশ কাটিয়ে। আমেরিকার বাইডেন সরকারের তরফে ঘোষণা করা হয়েছে আফগানিস্থানে ১৪৪ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য পাঠানো হবে।

গত বৃহস্পতিবার এই সাহায্যের কথা ঘোষণা করেন মার্কিন বিদেশসচিব টনি ব্লিঙ্কেন। তিনি জানান, এই সাহায্য সরাসরি স্ব-শাসিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন যারা মানবাধিকার রক্ষার জন্য কাজ করে, তাদের মাধ্যমেই আফগানিস্তানের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এতে ইউনাইটেড নেশনস, রাষ্ট্রসংঘের মানবাধিকার সংগঠন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো সংগঠনের সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন বিদেশসচিব ব্লিঙ্কেন। তাঁর কথায়, “এই অর্থ ১৮ মিলিয়ন আফগানবাসীর কাজে লাগবে। এঁদের মধ্যে উদ্বাস্তুরাও রয়েছেন। এই মুহূর্তে তাঁদের অবস্থা খুবই খারাপ।” বিপুল পরিমাণ এই অর্থ ব্যবহার করা হবে, মানুষের খাদ্য, স্বাস্থ্য, প্রাকৃতিক দুর্যোগ, কোভিড মোকাবিলার মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। তবে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এই অর্থ কোনভাবেই শাসকদল তালিবানের হাতে দেওয়া হবে না। তা পৌঁছবে স্বেচ্ছাসেবী সংগঠনের হাত ধরে। যদিও টনি ব্লিঙ্কেন এটাও জানিয়ে দিয়েছেন, তালিবানের সঙ্গে আমেরিকার যে চুক্তি হয়েছিল সেই প্রতিশ্রুতি আমেরিকা পালন করবে।