ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) দেখানো পথে হাঁটলেন অস্ট্রেলিয়ার ( Australia) তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার ( David Warner)। ইউরো কাপের সময় সাংবাদিক সম্মেলনে এসে একটি ঠান্ডা পানীয় সংস্থার বোতল সরিয়ে দেন রোনাল্ডো। ঠিক একই জিনিস দেখা গেল টি-২০ বিশ্বকাপেও। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিতে সাংবাদিক সম্মেলনে আসেন ওয়ার্নার। আর সেখানেই ওয়ার্নারের সামনে রাখা সেই একই পানীয় সংস্থার বোতল দুটি সরিয়ে দেন অজি তারকা।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দলকে জেতানোর পর সাংবাদিক বৈঠক করতে আসেন ওয়ার্নার। সাংবাদিক সম্মেলনে বসেই তিনি বোতল দুটি হাতে নিয়ে বলেন, “এগুলো কি সরিয়ে রাখতে পারি?” যদিও কিছুক্ষণ পরেই তাঁকে বোতল গুলি আগের জায়গায় রাখতে নির্দেশ দেওয়া হয়। ঠিক তখনই ওয়ার্নার বলেন, “যদি ক্রিশ্চিয়ানো এই কাজ করে থাকতে পারে, তাহলে আমিও পারি।”
— Hassam (@Nasha_e_cricket) October 28, 2021
আরও পড়ুন:ভারত-পাকিস্তান ক্রিকেট নিয়ে সৌরভ, জয় শাহের সঙ্গে কথা রামিজ রাজার