জি-২০ সম্মেলনে(G-20 summit) যোগ দিতে শুক্রবার ইতালিতে(Italy) গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। রোমের মাটিতে এদিন উষ্ণ অভ্যর্থনা জানানো হলো প্রধানমন্ত্রীকে। সুদূর রোমেও উঠল ‘মোদি মোদি’ হর্ষধ্বনি। নমোর জন্য একের পর এক সংস্কৃত শ্লোক আউড়ালেন ভক্তরা। বিদেশের মাটিতে এখানে অভ্যর্থনায় রীতিমতো আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জানা গিয়েছে, দু’দিনের ইটালি সফরে ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এদিন একগুচ্ছ কর্মসূচির মধ্যে রোমের ‘পিয়াজা গান্ধী’-তে জাতির জনক মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন নমো। দীর্ঘ কর্মসূচিতে জি-২০ বৈঠকের পাশাপাশি ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গেও আলোচনা বসবেন তিনি। এদিকে বৈঠকের আগেই আজ ইউরোপীয় ইউনিয়নের কমিশনার চার্লস মিসেল ও প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী।