কেন্দ্রের বিরুদ্ধে জয় আলাপনের, হাইকোর্ট খারিজ করল CAT-এর দিল্লিতে শুনানির সিদ্ধান্ত

0
2

কেন্দ্রের বিরুদ্ধে জয় পেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee)। মামলা ফিরছে রাজ্যে (West Bengal)। প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশকে খারিজ করল কলকাতা হাইকোর্ট (kolkata High Court)। পাশাপাশি কলকাতার ক্যাট (CAT)-এর বিচারাধীন মামলার শুনানি দ্রুত শেষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের (Sabyasachi Bhattacharya) অবকাশকালীন ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন-রোমে মোদি: ১২ বছরে প্রথম G20 সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী

মুখ্যসচিব পদের অবসরের আগেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ সাময়িক বৃদ্ধি করেছিল কেন্দ্র। কিন্তু বর্ধিত সময়সীমা পর্যন্ত কাজ করেননি আলাপন, বরং নির্দিষ্ট দিনেই অর্থাৎ ৩১ মে, ২০২১ পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদ থেকে অবসর নেন তিনি। এর পরই আলাপনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে তদন্ত শুরু করেছিল কেন্দ্র। ওই তদন্ত খারিজের দাবিতে CAT-এর কলকাতা বেঞ্চের দ্বারস্থ হন আলাপন।

আরও পড়ুন-ঘুষ-বিতর্কে সমীর ওয়াংখেড়ে, তদন্তে গঠন ৪ সদস্যের দল

উল্লেখ্য, আলাপন জানিয়েছিলেন, অবসরপ্রাপ্ত কর্মী হিসেবে তিনি কোনও সুযোগ-সুবিধাই পাচ্ছেন না। সমস্যার সমাধানের আগেই ২২ অক্টোবর ওই মামলা দিল্লিতে স্থানান্তর হয়ে যায়। এরপরই কলকাতা (Kolkata) থেকে সরিয়ে দিল্লিতে (Delhi) শুনানি করার ক্যাট (CAT)-এর সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব। আজ, শুক্রবার হাইকোর্ট ক্যাট-এর শুনানি দিল্লিতে স্থানান্তরের সিদ্ধান্তকে খারিজ করে দিল।