ভারত-পাকিস্তান ( India-Pakistan) দ্বিপাক্ষিক ক্রিকেট আবার শুরু করার ব্যাপারে উদ্যোগী হল দুই দেশের ক্রিকেট বোর্ড। সূত্রের খবর বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav ganguly) এবং বোর্ড সচিব জয় শাহের ( Jay shah) সঙ্গে এই বিষয়ে কথাও বলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা ( Ramiz Raja)।
সূত্রের খবর চলতি মাসে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকের সময় রামিজ রাজার সঙ্গে দুই দেশের ক্রিকেট খেলার বিষয় নিয়ে কথা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহের সঙ্গে।
এদিন পাক বোর্ডের পক্ষ থেকে রামিজ রাজ এক বিবৃতিতে বলেন, “সৌরভ এবং শাহর সঙ্গে আমার কথা হয়েছে। দুই দেশের ক্রিকেট সম্পর্ক পুনরুদ্ধার করা অত্যন্ত প্রয়োজন। আমি বরাবরই বলে এসেছি রাজনীতি থেকে খেলাধুলোকে যতটা সম্ভব দূরে রাখা উচিত।” যদিও এই কাজটা খুব একটা সহজ নয় বলে জানালেন রামিজ রাজা। তিনি বলেন,”ভারত-পাকিস্তান ক্রিকেট আবার শুরু করতে গেলে অনেক কিছু করতে হবে। কিন্তু সবার আগে দরকার দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে বোঝাপড়া। শুধু এতটুকু বলতে পারি, আমাদের খুব ভাল আলোচনা হয়েছে এই গোটা বিষয় নিয়ে।”
আরও পড়ুন:হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স: সূত্র