ফলতায় প্লাস্টিকের চেয়ার তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। শুক্রবার ভরসন্ধেয় আগুন লেগে যায় ফলতার একটি প্ল্যাস্টিক চেয়ার তৈরির কারখানায়। আগুন লাগার সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, শুক্রবার ভরসন্ধেয় হঠাৎ করেই ওই কারখানা থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে। সঙ্গে আগুনের ফুলকিও। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। খবর দেওয়া হয় দমকলে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে দমকলকর্মীরা। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, কারখানায় শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আগুন লাগার সময় ভেতরে কেও ছিলেন কিনা. তা খতিয়ে দেখা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে প্রায় সমস্তটাই পুড়ে গিয়েছে কারখানাটির। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন- দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সম্পর্ক শেষ করতে চলেছেন শ্রেয়স আইয়ার